জেলা প্রতিনিধি: ঘন কুয়াশা ও হিমেল বাতাস জেঁকে বসেছে পঞ্চগড়ে। কুয়াশার কারণে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিহত ১
শনিবার (১৮ জানুয়ারি) ভোর ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস।
সকাল থেকেই দেখা গেছে বৃষ্টির মতো ঝরছে শিশির। শহর ও গ্রামের সড়কগুলোতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। প্রয়োজনের বাইরে অনেকে বের না হলেও জীবিকার তাগিদে ছোট যানবাহনগুলোকে শীতে ঝুঁকি নিয়ে কাজে যেতে দেখা গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, দুই দিন ধরে তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে অবস্থান করছে।
সান নিউজ/এএন