জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্য কান্দি এলাকায় সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে গাড়িচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিহত ১
নিহতরা হলো, উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮), একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। দিপু দাস ৯ম শ্রেণি ও বিশাল নাগ ৮ম শ্রেণির শিক্ষার্থী।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, নিহতদের পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি তারা ৩ জনে মোটরসাইকেলে করে খেজুরে রস খেতে যাচ্ছিলো। এ সময় ভোরে কুয়াশা ছিলো। এরপর সাম্পান রেস্টুরেন্টের সামনে তাদের মোটরসাইকেল পৌঁছালে একটি গাড়ি তাদেরকে চাপা দেয়। এর পরে স্থানীয়রা সড়কের পাশে মোটরসাইকেলসহ ৩ জনকে পড়ে থাকতে দেখে আমাদের জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশসহ মোটরসাইকেলটি উদ্ধার করে।
সান নিউজ/এমএইচ