জেলা প্রতিনিধি : বাগেরহাটের মোংলার চাপড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
আরও পড়ুন : সিরাজদিখানে তিন দোকানীকে জরিমানা
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে মোংলা-রামপাল সড়কের গাছির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোংলা থানার ওসি মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন : বোয়ালমারীতে সড়কে প্রাণ গেল ২ জনের
জানা গেছে, পাথরবাহি পিকাপ-নসিমনের সংঘর্ষে নসিমনের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় আরও ২ জন গুরুতর আহত হন।
এ বিষয়ে ওসি মো. আনিছুর রহমান জানান, মোংলা-রামপাল সড়কের গাছির মোড় এলাকায় পিকাপ-নসিমনের সংঘর্ষ হয়। এতে দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান।
সান নিউজ/এমআর