মাহবুব চৌধুরী, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৯টি চোরাই গরুসহ এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন : গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোমবার (১৩ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় উপজেলার ঝাপড়া গ্রামের হাবিবর রহমানের পুত্র আবু হোসেন হাশেমের (৩৫) বাড়ি থেকে ছোট-বড় ৯টি গরু উদ্ধার করা হয়।
আরও পড়ুন : রাস্তায় দু’জনকে পিষে মারলো ট্রলি
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এলাকায় চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ায় পুলিশের বিশেষ টিম কাজ করছে।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে এসআই নীলকমলের নেতৃত্বে আবু হোসেন হাশেমের বাড়ি থেকে ছোট-বড় ৯টি গরু উদ্ধার উদ্ধার করা হয়েছে। গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে।
সান নিউজ/এমআর