জেলা প্রতিনিধি: বগুড়ায় দেশের ৯ম বিমানবন্দর হিসেবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
রোববার (১২ জানুয়ারি) বগুড়ায় বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: রামগড় স্থলবন্দর নিয়ে কমিটি গঠন
তিনি বলেন, বগুড়া জেলা বিমানবন্দর নিয়ে বিগত সরকারকে একাধিকবার প্রস্তাব দিলেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তবে আমরা নতুন করে প্রস্তাব দেব। এ সময় বাজেট পেলেও স্বল্প পরিসরে চালু করতে কমপক্ষে ১ বছর সময় লাগবে।
তিনি আরও বলেন, এই বিমানবন্দর চালু করতে হলে সর্বনিম্ন ৬ হাজার ফুট রানওয়ে প্রয়োজন, তবে বর্তমানে এটি ৪৭০০ ফুট রানওয়ে আছে। এটি চালু হলে অর্থনৈতিক পরিসর আরও সমৃদ্ধ হবে।
সান নিউজ/এমএইচ