জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ছকরিকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঢাকায় এসেছেন এফপিসিসিআইয়ের প্রতিনিধি
নিহতরা হলো, ফরিদপুর শহরের শোভারামপুর এলাকার সাধন কুমার দাসের ছেলে বাঁধন দাস (২৯)। তবে অপর আরোহীর নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, মাগুরা থেকে ছেড়ে আসা একটি বাস উপজেলার ছকরিকান্দি পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলে থাকা ২ আরোহী।
করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সান নিউজ/এমএইচ