জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার সদর উপজেলার গোপীনাথপুর-খোলঘাট সড়কের দুর্গাপুর নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ২ শিক্ষার্থী নিহত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১ জন।
আরও পড়ুন:
নিহতরা হলো, ইছাখালী দক্ষিনপাড়া গ্রামের পলাশ শেখের ছেলে মারুফ শেখ (১৪) ও একই গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪)। এদের মধ্যে মারুফ স্থানীয় একটি মাদরাসা ও বাঁধন একটি স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র। তাছাড়া
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে ৩ বন্ধু মোটরসাইকেলে করে বাজারে যাচ্ছিলো। এ সময় অতিরিক্ত গতির কারণে মোটসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ৩ জনই গুরুতর আহত হয়। এরপর তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
সান নিউজ/এমএইচ