জেলা প্রতিনিধি: শরীয়তপুর জেলার জাজিরা থানা ভবনের নিজ কক্ষ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরের তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৫৩
শরীয়তপুর পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া যায়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এখন ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এদিকে, তার লাশ উদ্ধারের খবরে জাজিরা থানার সামনে ভিড় করেছেন উৎসুক জনতা ও সাংবাদিকরা। তবে এ সময় কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সান নিউজ/এমএইচ