জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার করটিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ৩
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাতে স্থানীয়রা বাজারের কয়েকটি দোকানে আগুন দেখতে পায়। এ সময় স্থানীয়রা এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাজারের ৩ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূইঞা বলেন, এই খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ততক্ষণে ৩ টি দোকান পুড়ে যায়। তবে কীভাবে আগুন লেগেছে সেটি তদন্তপূর্বক জানা যাবে।
সান নিউজ/এমএইচ