মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শ্রমিক রিয়াজুল ফরাজীকে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান মো.শহিদুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন : মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৫
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকার ৩টার দিকে জেলা শহরের কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শহিদুজ্জামান (৪৮) গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি জেলা আ.লীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক ছিলেন।
আরও পড়ুন : পুলিশে চাকরি পাচ্ছেন আহতদের ১০০ জন
শহিদুজ্জামানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহিদুজ্জামান মুন্সীগঞ্জ কোর্ট এলাকায় আসবেন। সেখানে পুলিশ অবস্থান নেয়। বেলা তিনটার দিকে তাকে আদালত এলাকায় আসলেই তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত শ্রমিক রিয়াজুল ফরাজী হত্যা মামলায় শহিদুজ্জামানকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে মঙ্গলবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সান নিউজ/এমআর