জেলা প্রতিনিধি: গাজীপুর জেলায় পোশাক শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করছেন।
আরও পড়ুন: নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুর মহানগরীর জিরানী এলাকায় আইরিশ ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কে অবরোধ করে রাখেন এবং ওই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান, সরকার ঘোষিত ৯ ভাগ বাৎসরিক বেতন বৃদ্ধিতে বলা আছে, যাদের এক বছর পূর্ণ হয়নি তাদের বেতন বৃদ্ধি করা হবে না। কিন্তু জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা আজ সকালে কারখানায় হাজিরা দিয়ে ফের বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান বলেন, শ্রমিকরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেছিলেন। তবে এখন চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
সান নিউজ/এএন