শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদরের নতুন সাব-রেজিষ্ট্রার মোঃ ওমর ফারুক এর সাথে শরীয়তপুর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: রিমান্ডে সাদপন্থি নেতা শফিউল্লাহ
রোববার (৫ জানুয়ারি ২০২৫) বেলা ১১ টায় শরীয়তপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির নতুন আহবায়ক আবুল কাশেম (ভেন্ডার), সদস্য সচিব আব্দুস সামাদ বেপারী, বারবার নির্বাচিত সভাপতি আলহাজ্ব নুরুল হক মিয়া, সাধারণ সম্পাদক বি, এম মকবুল হোসেন এর নেতৃত্বে তাঁর সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়। এসময় নতুন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এবং দলিল লেখকগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও শরীয়তপুর সদরের নতুন সাব-রেজিষ্ট্রার মোঃ ওমর ফারুক এর সাথে মতবিনিময় করেন, শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির উপদেষ্টা মাহাবুব আলম তালুকদার, শরীয়তপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সমিতির উপদেষ্টা দুলাল খান, শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সমিতির উপদেষ্টা বিএম মহিউদ্দিন বাদল, সাবেক পৌর কাউন্সিলর ও সমিতির উপদেষ্টা সরদার একেএম চান মিয়া প্রমূখ।
সান নিউজ/এএন