কিশোরগঞ্জ প্রতিনিধি: দুর্নীতি ও অসদাচরনের অভিযোগে সাময়িক অব্যাহতি প্রাপ্ত প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন বনিকের স্থায় বরখাস্তের দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক
আজ দুপুরে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আজহারুল ইসলাম, লুৎফুর রহমান, ও শিক্ষার্থীদের পক্ষে ফইজুন নাহার,ডালিয়া।
এ সময় বক্তারা বলেন, সাময়িক অব্যাহতি প্রাপ্ত প্রধান শিক্ষক মন্ত্রণালয়কে মেনেজ করে আবারো বিদ্যালয়ে ফিরে আসার চেষ্টা করছে। যা কোন অবস্থাতে মেনে নেয়া হবেনা। তাকে পুণঃবহাল করা হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীবৃন্দ।
আরও পড়ুন: যমুনা রেলসেতুতে চললো ট্রেন
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মানববন্ধন থেকে শ্লোগান দেয় “ বিপদ স্যারের ঘটলে আগমন, স্কুলে হবে বিস্ফোরণ ” দুর্নীতিবাজের ঠিকানা শিক্ষাঙ্গনে হবেনা।
উল্লেখ্য, ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যালয় প্রধান শিক্ষক বিপদ ভঞ্জণ বনিক দায়িত্বে থাকাকালীন সময়ে পেশাগত অসদাচরণ, অর্থ আত্মসাত, তহবিল তছরুপ, দুর্নীতি ও প্রতিষ্ঠানের স্বার্থের পরিপস্থি বিভিন্ন কাজ করেন। সুনির্দিষ্ট অভিযোগের কারণে তাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়। পাশাপাশি শিক্ষকরা তার বিরুদ্ধে রেজুলেশনের মাধ্যমে অনাস্থা প্রদান করে। বর্তমানে একটি কুচুক্রিমহল তাকে পুণঃবহালের চেষ্টার খবরে ফুঁসে উঠেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
সান নিউজ/এএন