কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হরিজন পল্লীতে শিশুসহ ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন : দেশব্যাপী গণসংযোগের ঘোষণা
শুক্রবার রাত বারোটা থেকে গভীর রাত পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলে।
হরিজন পল্লী থেকে বিতরণ শুরু করে পাগলা মসজিদ সংলগ্ন এলাকা, রেলস্টেশন, বাস টার্মিনাল ও শহরের পথ শিশুসহ ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আরও পড়ুন : ২০২৪ সালে সড়কে ঝরেছে ৮৫৪৩ প্রাণ
শহরের হরিজন কলোনিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: এরশাদ মিয়াসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের জেলা প্রশাসক বলেন, কয়েকদিন থেকেই শীতের তীব্রতা বেড়েছে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়েছে। এছাড়া ধারাবাহিকভাবে সকল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
সান নিউজ/এমআর