এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় নুরজাহান বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : দেশব্যাপী গণসংযোগের ঘোষণা
শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন মাদবরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরজাহান বেগম দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা শিকদার কান্দি এলাকার ভুলু শিকদারের স্ত্রী।
আরও পড়ুন : ২০২৪ সালে সড়কে ঝরেছে ৮৫৪৩ প্রাণ
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন রেল লাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তিনি রেললাইন পার হয়ে স্থানীয় এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন বলে জানান পরিবারের লোকজন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।
সান নিউজ/এমআর