মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ প্রান্তে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে ফিটনেস ও লাইসেন্স বিহীন এবং বেপরোয়া গতিতে চলাচলের অপরাধে বিভিন্ন যানবহানের বিরুদ্ধে ৫০ টি মামলা করা হয়েছে। এসব যানবহান থেকে জরিমানা আদায় করা হয়েছে ২ লাখ টাকা। এছাড়া কাগজপত্র না থাকায় ৪ টি যাত্রীবাহী বাস ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
আরও পড়ুন : নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক
বেপরোয়া গতিতে চলাচল বন্ধে শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা থেকে মুন্সীগঞ্জের মাওয়া পর্যন্ত এ অভিযান চালায় হাইওয়ে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও থানা পুলিশ।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাষাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : পঞ্চগড়ে হাড় কাঁপাচ্ছে শৈত্যপ্রবাহ
তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা থেকে হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ড. আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়ার নেতৃত্বে যৌথ অভিযান শুরু হয়। আজ শনিবার ভোর ৪ টা পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পর্যন্ত এক্সপ্রেসওয়েতে এ অভিযান চলে।
রাতভর এ অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৫০ টি মামলা দায়ের করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কোনো প্রকার কাগজপত্র না থাকার অপরাধে শ্যামলী, এনা, হানিফ ও অন্তরা পরিবহনের ৪টি যাত্রীবাহী বাস ও ১টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। এসময় বাসের যাত্রীদের অন্য বাসযোগে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।
সান নিউজ/এমআর