জেলা প্রতিনিধি: নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর রেলগেট সংলগ্ন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আব্দুল মোমিন নামে ১ যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ৮ ডিগ্রির ঘরে পঞ্চগড়ের তাপমাত্রা
নিহত ব্যক্তি, উপজেলার কেশবপুর গ্রামের আকের মন্ডলের ছেলে।
আজিমনগর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সন্ধ্যা রেললাইন দিয়ে হাঁটার সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সান নিউজ/এমএইচ