লিওয়াজা খান চৌধুরী, কিশোরগঞ্জ প্রতিনিধি: “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস।
বৃহস্প্রতিবার (২ জানুয়ারি) সকালে জেলা সামাজসেবা কার্যালয়ের আয়োজনে ওয়াকাথন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ১৫
সরকারি শিশু পরিবার (বালক) চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলাসমাজসেবা কমপ্লেক্সে এসে শেষ হয়। এরপর জেলা সমাজসেবা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে, এ সভার সভাপতিত্ব করেন জেলা সামাজসেবার উপ-পরিচারক কামরুজ্জামান খান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোকিত সরকার, জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক রমজান আলী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল হক। এই অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
সান নিউজ/এমএইচ