শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আরও পড়ুন : যুবদল নেতাকে গলাকেটে হত্যা
এ উপলক্ষ্যে বুধবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে কেক কেটে অনুষ্ঠানের সুচনা করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাজিরা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর। বিশেষ অতিথি ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন।
আরও পড়ুন : চিন্ময় দাসের জামিন নামঞ্জুর
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল-ইসলাম বেপারী,পৌরসভা ছাত্রদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-ইসলাম মৃধা, ছাত্রদল নেতা সোহাগ বেপারী, রিমন হাছান সহ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সান নিউজ/এমআর