আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে দশ মাদক মামলার আসামি ও ৬০ লিটার দেশীয় চোলাই মদসহ তিন মাদক মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন : লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
বুধবার (১ জানুয়ারি) পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাত সাড়ে দশটার দিকে রামগড় বাজার থেকে তাদের উভয়কে আটক করা হয়।
আটকৃত দশ মামলার আসামি মুন্নি আক্তার (৪২)এবং প্রিয়া রানী মালাকার (৫০) উভয়েই চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা।
আরও পড়ুন : অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই এ ,বি, এম তারেক হোসেনের সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে রামগড়ে বাজারের মধুবন শো-রুমের সামনে থেকে দশ মাদক মামলার আসামি ও তিন মাদক মামলার আসামিকে ৬০ লিটার চোলাইমদ সহ আটক করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক মামলার আসামিকে গ্রেফতার করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে তাদের সোর্পদ করা হয়।
সান নিউজ/এমআর