মাহবুব চৌধুরী, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও মালামাল উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন : নিষিদ্ধ না নির্বাচনে আ.লীগের বাধা নেই
সিরাজগঞ্জ জেলা পুলিশ প্রেস সূত্রে জানা যায়, পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ গত বুধবার (২৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্বরের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি সাদা মাইক্রোবাসসহ ডাকাতদের আটক করে।
গ্রেফতারকৃতরা হল, লিটন (৪২) সূবর্ণচর, দুলু মিয়া (৩৮) কিশোরগঞ্জ, তৈয়ব আলী (৫০) মাদারীপুর, কাঞ্চন হাওলাদার (৩৫) মাদারীপুর।
আরও পড়ুন : লক্ষ্মীপুরে আঞ্চলিক মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ
ডাকাতদের ব্যবহৃত রামদা, চাপাতি, রশি এবং ৪টি অতিরিক্ত গাড়ীর নাম্বার প্লেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রস্তুতি শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
সান নিউজ/এমআর