জেলা প্রতিনিধি: জামালপুর জেলা পৌরসভার ছনকান্দা এলাকায় গোসলের সময় পুরাতন ব্রহ্মপুত্র নদে ডুবে আফিফ আহমেদ, ইয়ামিন আহমেদ ও রওশন আহমেদ নামে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত
তারা হলো, জামালপুর পৌরসভার ছনকান্দা গ্রামের আহমেদুর রহমানের ছেলে আফিফ আহমেদ, তপন আহমেদের ছেলে ইয়ামিন আহমেদ রাহী এবং হাফিজুর রহমানের ছেলে রওশন আহমেদ। তাদের মধ্যে রওশন ঢাকার একটি স্কুলে ১০ম শ্রেণি, ইয়ামীন জামালপুর জিলা স্কুলের ১০ম শ্রেণি এবং আফিফ একই স্কুলের ৯ম শ্রেণির ছাত্র ছিলেন। তারা ৩ জন সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।
জামালপুর ফারার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, রোববার দুপুরে ৭ জন এক সাথে ব্রহ্মপুত্র নদে গোসল করার সময় ৫ জন নিখোঁজ হয়। এরপর ২ জন তীরে সাঁতরে উঠলেও সাঁতার না জানায় ৩ জন নিখোঁজ হন। এর পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টায় বিকেলে ৩ জনের লাশ উদ্ধার করেছে।
সান নিউজ/এমএইচ