সংগৃহীত ছবি
সারাদেশ

বাগেরহাটের মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এস.এম. সাইফুল ইসলাম কবির, (বাগেরহাট ) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে বাবুল ফকির (৫৪) নামের এক মৎস্য ব্যবসায়ীকে পথরোধ করে গলায় ফাঁস লাগিয়ে কুপিয়ে জখম ও টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, জিউধরা ইউনিয়নের জিউধরা গ্রামে শনিবার রাত ৮টার দিকে। গুরুত্বর জখমীকে রাত ১২টার দিকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: রিমান্ডে সাদপন্থী নেতা জিয়া বিন

এ ঘটনায় রবিবার বাবুল ফকির বাদি হয়ে নূর মোহাম্মদ হাওলাদরকে প্রদান আসামি করে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, জিউধরা গ্রামের মৃত. নূর মোহাম্মদ ফকিরের ছেলে মৎস্য ঘের ব্যবসায়ী বাবুল ফকির ঘটনার দিন রাত ৮টার দিকে জিউধরা বাজারে তার মৎস্য ঘেরের মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথিমধ্যে পূর্ব শত্রু তার জের ধরে একই গ্রামের প্রতিবেশী নূর মোহাম্মদ হাওলাদারের নেতৃত্বে ৪/৫ জনের একটি সংঘবদ্ধ দল পূর্ব পরিকল্পিতভাবে মৎস্য ব্যবসায়ী বাবুল ফকিরকে প্রথমে গলায় ফাঁস দিয়ে অর্তকীত হামলা চালিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম ও শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি পিটিয়ে গুরুত্বর আহত করে ফেলে রেখে যায়। এ সময় হামলাকারিরা ওই ব্যবসায়ীর নিকট মাছ বিক্রি করা এক লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন জখমী ওই ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুন: পুলিশের গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কা

এ বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাবুল ফকির বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার প্রতিপক্ষ নূল মোহাম্মদ হাওলাদার তার লোকজন নিয়ে তার ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমার ঘেরের মাছ বিক্রির টাকা সাথে রয়েছে পূর্ব থেকে কোন ভাবে যেনে এক লাখ ৩০ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছি। ন্যায় বিচার চাই।

নূর মোহাম্মদ হাওলাদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, তিনি কাউকে মারপিট করেনি। ষড়যন্ত্রমূলক আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম বলেন, জিউধরা ইউনিয়নে মৎস্য ব্যবসায়ীকে মারপিটের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

সাভারের সড়কে শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি: সাভারে ঈদের ছুটি ও বেতনের দাবিতে হেমায়েতপুর-...

ঈদে যৌথবাহিনীর টহল বৃদ্ধিসহ ১১ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সেনাবাহিনী, বিজি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা