জেলা প্রতিনিধি: শেরপুরে বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে কাটল মৃদু শৈত্যপ্রবাহ
রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় শেরপুর-ময়মনসিংহ এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবাইদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রামের রৌমারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাস উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৫ যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে তিন জন নারী ও দুই জন পুরুষ। গুরুতর আহতাবস্থায় এক জনকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকেও মৃত ঘোষণা করেন।
সান নিউজ/এএন