আদিল হোসেন তপু, ভোলা প্রতিনিধি: জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহীদ শাহজাহানের নবজাতক সন্তানের দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে শিশুটিকে দেখতে ভোলার একটি বেসরকারি ক্লিনিকে দেখতে যান তিনি। এ সময় তিনি অভিভাবক হিসাবে শিশুটির পাশে থাকার কথাও জানান তিনি।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
এর আগে, শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে শহরের এশিয়া ডক্টরস পয়েন্ট সিজারিয়ান অপারেশনের মাধ্যে পুত্র সন্তানের জন্ম দেন। তার নাম রাখা হয়েছে। ওমর ফারুক।
এদিকে, শিশুর জন্মের পর মা ফাতেমা বেগমের মুখে হাসি ফুটলেও সন্তানের বাবার কথা বলে কেঁদে ফেলেন তিনি। বাবার আদর্শে সন্তানকে বড় করার স্বপ্ন তার।
জানা গেছে, ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছোটধলী গ্রামের মোঃ শাজাহান ঢাকায় পাপস বিক্রি করতেন। গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যায়য় চত্বরে গুলিতে শহীদ হন তিনি। তখন তার স্ত্রীর গর্ভে ৪ মাসের অনাগত সন্তান।
শাজাহানের স্ত্রী ফাতেমা বেগম বলেন, শাজাহানের স্বপ্ন ছিলো ছেলে বা মেয়ে যা হোক না কেন তাকে মাদ্রাসায় পড়াবেন, মৌলভী বানাবেন। কিন্তু সেই স্বপ্ন পূরন হয়নি তার। আজ সন্তান জন্ম নিল কিন্তু ছেলের মুখ দেখে যেতে পারল না, কোলে নিতেও পারলো না। কি হবে আমার সন্তানের। সরকারের কাছে দাবী সহযোগীতার মাধ্যমে আমাদের পাশে থাকুক'।
আরও পড়ুন: পেঁয়াজের বাজারে স্বস্তি
অপরদিকে, শহীদ পরিবারের ওই নবজাতককে দেখতে বৈষম্য বিরোধী সমন্বয়কদের নিয়ে ক্লিনিকে ছুটে যান ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। শিশুর মাকে ফুলের শুভেচ্ছা জানানো পাশাপাশি উপহার এবং আর্থিক সহায়তা করেন তিনি। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ভোলায় ৪৬ জন শহীদ হয়েছে, তারমধ্যে শাজাহান অন্যতম। শুরু থেকেই আমরা শহীদ শাজাহানের অসুস্থ্য স্ত্রীর পাশে ছিলাম, জেলা প্রশাসন থেকে অনুদান দেয়া হয়েছে। এখন নবজাতকের দায়িত্ব আমরা নিয়েছি, তাদের পাশে থাকবো। একই সাথে সরকারের সহযোগীতাও তাদের দেয়া হবে।
ভোলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্ববয়ক রাহিম ইসলাম ও কামরুন নাহার এনি বলেন, আমাদের শহীদ ভাইয়ের ছেলে পাশে আমরা রয়েছি, ভবিষ্যতেও তাদের খোঁজ খবর রাখবো।
সংকটে থাকা নবজাতকের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ফাতেমার মা কান্নায় ভেঙে পড়েন নবিশা বেগম। তিনি বলেন, বাবার মুখ দেখবে না শিশুটি। ওর পাশে যেন সবাই দাঁড়ায়।
আরও পড়ুন: সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন গ্রেফতার
সিজারিয়ান অপারেশন জন্ম নেয়া শিশু এবং তার মা শারিরিকভাবে সুস্থ্য আছেন বলে জানান গাইনি চিকিৎসক ডাঃ আফরোজা বেগম। বলেন, আমরা তাদের পর্যবেক্ষণ করছি, আপাতত কোন সমস্যা নেই।
জেলা প্রশাসন সব সময়ই যেন শহীদ পরিবারের পাশে থাকে এমনটাই প্রত্যাশা শহীদ পরিবারের।
সান নিউজ/এমএইচ