জেলা প্রতিনিধি: টঙ্গী ইজতেমার মাঠ দখল নিয়ে জুবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনায় সাদপন্থি শীর্ষ আরেক নেতা জিয়া বিন কাসেমকে চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমকে এ তথ্যটি জানান তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ্ রায়হান।
আরও পড়ুন: সচিবালয়ের সব অস্থায়ী পাস বাতিল
গ্রেফতার এই নেতা, ওই মামলায় ৬নং আসামি। এর আগে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে একই মামলার ৫নং আসামি মোয়াজ বিন নুরকে গ্রেফতার করে পুলিশ।
সংগঠনটির মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ্ রায়হান জানান, টঙ্গী ইজতেমার মাঠ দখল হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সাদপন্থি জিয়া বিন কাসিম শনিবার সকালে চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে চট্টগ্রাম- টঙ্গী পশ্চিম থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার জানান, টঙ্গী থানা পুলিশ ও যৌথ বাহিনীর একটি টিম গ্রেফতার করেছে শুনেছি। এখনো তিনি আমাদের কাছে এসে পৌঁছায়নি। এখন না আসা পর্যন্ত বলতে পারব না। তাকে নিয়ে আসার পর জানাব।
সান নিউজ/এমএইচ