জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার পার্বতীপুরে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত আরও ৫৩ জন
নিহতরা হলো, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কিশামত কামারপুকুর গ্রামের আনানুল ইসলামের ছেলে তানভির ইসলাম মোহন (২৫) এবং তানভিরের স্ত্রী তাজমিন আক্তার (১৯)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর দেড়টায় তানভির ইসলাম ও তার স্ত্রী মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় পার্বতীপুর-রংপুর মহাসড়কের ঝ্যাল্লার মোড়ে পৌঁছালে রংপুরের দিক থেকে আসা ডিমবোঝাই একটি কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানভিরের মৃত্যু হয়। এরপর আহত অবস্থায় তার স্ত্রী তাজমিনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যান।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়।
সান নিউজ/এমএইচ