গিয়াস উদ্দীন রনি, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে নিখোঁজের ১ দিন পর আব্দুল মোতালেব (৭৫) নামে ১ বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মধ্য নাজিরপুর গ্রামের খসরু মিয়ার পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মিলল নিখোঁজ ২ পর্যটকের মরদেহ
নিহত বৃদ্ধ, একই ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের মৃত নুর আহম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মধ্য নাজিরপুর গ্রামের খসরু মিয়ার বাড়ির পুকুরে মোতালেব মিয়ার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্হানীয় লোকজন। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্হলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
নিয়তের পরিবারের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, মোতালেব ভারসাম্যহীন ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি গত মঙ্গলবার ২৪ ডিসেম্বর বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়িতে ফিরে আসে নি। ধারণা করা হচ্ছে, ভবঘুরে চলাফেরা করার সময় পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুন
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন,নিহত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সান নিউজ/এমএইচ