জেলা প্রতিনিধি: টঙ্গী ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর চিফ মেট্রোপলিটন কোর্ট।
রোববার (২২ ডিসেম্বর) সকালে ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত চিফ আলমগীর আল মামুন এ আদেশ দেন।
আরও পড়ুন: ঢাকা-মাওয়া সড়কে ১০ গাড়ির সংঘর্ষ
এ সময় পুলিশের পক্ষ থেকে তার ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত চিফ আলমগীর আল মামুন শুনানি শেষে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানায় সাদ অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ’ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন।
সান নিউজ/এমএইচ