জেলা প্রতিনিধি: পাবনা জেলার সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের শ্রীপুর বাজারের সামনে ট্রলির চাপায় মাসুদ রানা নামের ১ পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: পর্যটকবাহী বাস উল্টে আহত ১৭
নিহত পুলিশ কনস্টেবল, সুজানগর উপজেলার কামালপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
স্থানীয় লোকজন জানায়, ট্রলিটি ভাড়ারা থেকে বালু নিয়ে ঐ এলাকায় নামিয়ে পুনঃরায় বালু মহলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। আ’লীগ সরকার পতনের পর এই এলাকায় বালু উত্তোলন বন্ধ ছিলো। সম্প্রতি আবারও বালু উত্তোলন শুরু হওয়ায় রাস্তা-ঘাটে বালুবহনকারী যানবাহন ব্যাপক আকারে বেড়েছে। এ সময় বালুবহনকারী গাড়িগুলো বেপরোয়াভাবে চলাচল করে।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বৃহস্পতিবার দুপুর ২টায় পাবনা-কামালপুর পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন তিনি। এরপর শ্রীপুরে পৌঁছালে পেছন থেকে একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এই ঘটনার পর লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ঘাতক ট্রলি চালককে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সান নিউজ/এমএইচ