আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদস্যদের একটি টহল দল অভিযান চালিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশ কালে সনাতনধর্মী ১২ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে।
আরও পড়ুন : শরীয়তপুরে বিএনপি নেতা হিরুর জানাজা অনুষ্ঠিত
মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) গভীর রাত আনুমানিক ১টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত হতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- গোপি নাথ (৫৭), তার স্ত্রী রুপালী রানী নাথ (৪৩), তাদের সন্তান কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), তার সন্তান শ্রী দীব্বকৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্নব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) ও অনির ঊর্ধ্ব দে (৪)।
আরও পড়ুন : ট্রাকচাপায় ২ বাইক আরোহী নিহত
আটকৃতরারা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি ও মহেশখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে নলুয়াটিলা বিওপির নাঃ সুবেঃ মোঃ ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ভারত- বাংলাদেশ সীমান্তে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ কালে সনাতনধর্মী ১২জন বাংলাদেশী নাগরিককে আটক করে। আটককৃত ব্যক্তিদের নিকটস্থ ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন : পরকীয়ায় ব্যর্থ হয়ে ভাবিকে হত্যা
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, দেশের সীমান্ত সুরক্ষায় এবং (৪০ বিজিবি'র) দায়িত্বপূর্ণ এলাকায় যে কোন ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদকদ্রব্যসহ অপরাধ দমনে বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সীমান্তের অতন্দ্র প্রহরী হয়ে সজাগ দৃষ্টি রাখবে।
সান নিউজ/এমআর