মো: রাশেদুজ্জামান রাশেদ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রথম সূর্যদয়ের সাথে সাথে লাল-সবুজের পতাকা উড়িয়ে ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টার সময় জেলা প্রশাসক ভবন চত্তরে পতাকা উড়িয়ে এবং ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজপঞ্চয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়েছে।
আরও পড়ুন: সারদায় ২৫ এএসপিকে শোকজ
এ সময় জেলা প্রশাসক মো: সাবেত আলী উপস্থিতিত্বে মুক্তিযোদ্ধা চত্তরে শহীদদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি সহ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা বিভিন্ন সরকারি বেসরকারি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও অরাজনৈতিক সংগঠন গুলো সহ সুশীল সমাজ পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে, জাতির সূর্য সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার প্রতি গভীর সমবেদনা ও মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং শান্তি সমৃদ্ধি ও জাতির অগ্রগতি প্রয়াশে দোয়া কামনা করা হয়।
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ১০টার সময় সরকারি অডিটোরিয়াম মুক্তিযোদ্ধা বিষয়ক অনুষ্ঠান, চিত্রাঙ্কন এবং সন্ধায় পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পরবর্তীতে মহান বিজয় দিবস উপলক্ষে জেলার বিভিন্ন প্রতিষ্ঠান জেলখানা, এতিমখানা, হাসপাতাল এবং মাদ্রাসা গুলোতে উন্নত খাবার পরিবেশন করা হবে।
সান নিউজ/এমএইচ