কুষ্টিয়া প্রতিনিধি: মহান বিজয় দিবসে কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং গুণী সংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: গাইবান্ধায় মহান বিজয় দিবস পালিত
সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে মিরপুর প্রেসক্লাবের সভাকক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী এবং গুণী সংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭বিজিবি) কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার তৌছিফুর রহমান, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সেক্রেটারি রাশেদুজ্জামান রিমন। পরে ক্লাবের দুইজন গুণী সংবাদিককে সংবর্ধনা দেয়া হয়।
সান নিউজ/এএন