কামরুজ্জামান স্বাধীন, (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে।
আরও পড়ুন: অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫
সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা শুরু হয়।
এরপর গণ কবর, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন এবং উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটিকে ঘিরে শহীদ মিনার চত্বরে দিনব্যাপী বিজয় মেলারও উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উলিপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ।
দিবসটির মধ্য সময়ে উপজেলা অডিটোরিয়াম হল রুমে সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান ও অফিসার ইনচার্জ জিল্লুর রহমান।
উল্লেখ্য, দিবসটিকে ঘিরে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলা-ধুলার আয়োজন করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সান নিউজ/এএন