জেলা প্রতিনিধি: সাভারে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে উপলক্ষে ফুল দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন আ’লীগের ৭ নেতাকর্মী।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: স্মৃতিসৌধ থেকে হাসপাতালে ফখরুল
তার আগে, দুপুর সাড়ে ১২টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের ভেতর থেকে তাদেরকে আটক করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ঢাকা জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবসহ ৭ জনকে আটক করা হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
সান নিউজ/এমএইচ