জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে সিলেট থেকে চট্টগ্রামের দিকে যাওয়া আন্তঃনগর পাহাড়ি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পেছনের বগির ক্লিপ ভেঙ্গে ৫টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ঘটনাটি ঘটে।
স্টেশন মাষ্টার কবির আহমেদ বলেন, চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের পেছনের বগির ক্লিপ ভেঙে যায়। এতে ইঞ্জিন থেকে ট্রেনটির পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। বগি রেখে ইঞ্জিনটি প্রায় ২০০ গজ দূরে চলে যায়। ট্রেনের গার্ড বিষয়টি দ্রুত চালককে জানান। তিনি পরে ইঞ্চিনটিকে পেছনে নিয়ে আসেন। হতাহতের ঘটনা ঘটেনি। ৩০ মিনিট বিলম্ব হওয়ার পর আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে রওনা দেয়। এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
সান নিউজ/এএন