শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় (ফরিদপুর বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শরীয়তপুর সরকারি কলেজের সাবেক ভিপি এ্যাড. মনিরুজ্জামান দিপু জেলা ও দায়রা জজ আদালত শরীয়তপুর-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ প্রাপ্ত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সদর উপজেলা ও শৌলপাড়া ইউনিয়ন কৃষকদলের নেতৃবৃন্দ।
আরও পড়ুন : কাভার্ড ভ্যানের চাপায় এসআই নিহত
এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে শরীয়তপুর কোর্ট এলাকায় তার চেম্বারে নতুন পিপি এ্যাড. মনিরুজ্জামান দিপুকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান শরীয়তপুর সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবু খান, শৌলপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাবুল খান, সাধারণ সম্পাদক রুবেল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক বাবুল মাদবর প্রমুখ।
আরও পড়ুন : খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
এছাড়াও পিপি এ্যাড. মনিরুজ্জামান দিপু বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হয়েছেন।
সান নিউজ/এমআর