আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও তাদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে খাগড়াছড়িতে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
আরও পড়ুন : চাটমোহরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
শনিবার (১৪ ডিসেম্বর) খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান।
আরও পড়ুন : তুলা চাষে সফল হওয়ার স্বপ্ন
এসময় উপস্তিত ছিলেন পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা, বন বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মো. ফরিদ মিঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম সুমন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।
সভায় বক্তরা বলেন, ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনী বাংলাদেশকে মেধাশুন্য করার উদ্দেশ্যে স্থানীয় কুচক্রীদের সহায়তায় একযোগে সারাদেশে প্রথমশ্রেণীর বুদ্ধিবৃত্তিকদের হত্যা করেছিলো। স্বাধীনতা যুদ্ধের ৫৩ বছর পেরিয়ে গেলেও এদেশের মানুষ তাদের অবদান ও আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে। আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস, তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় পারে তাদের স্মৃতি অক্ষুন্ন রাখতে।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক প্রমুখ।
সান নিউজ/এমআর