শরীয়তপুর প্রতিনিধি: জেলা ও দায়রা জজ আদালত শরীয়তপুরের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন শরীয়তপুর জজ কোর্টের আইনজীবী ও সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট সুলতান নাসির।
আরও পড়ুন : টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান বন্ধ
মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ্যাডভোকেট সুলতান নাসির জেলা ও দায়রা জজ আদালত শরীয়তপুরের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বলে নিজে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ্যাডভোকেট সুলতান নাসির শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের উপসী গ্রামের কৃতি সন্তান। তিনি শরীয়তপুর জেলা শাখা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক, শরীয়তপুর জেলা জাসাসের সফল সভাপতি, নড়িয়া উপজেলা বিএনপির সম্মানিত সদস্য। এছাড়াও তিনি সাবেক তুখোড় ও মেধাবী ছাত্রনেতা।
আরও পড়ুন : বাসে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
এদিকে, এ্যাডভোকেট সুলতান নাসির সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় তাকে বিভিন্ন আইনজীবী ও দলীয় নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অন্যদিকে, নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট সুলতান নাসিরও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সান নিউজ/এমআর