জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ২ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল শুরু
সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর বনমালা লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে টঙ্গী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ।
প্রাথমিকভাবে নিহত দুজনের নাম–পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত দুজনের একজনের বয়স আনুমানিক ৩০ বছর ও অপরজনের ১০ বছর।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা টঙ্গীর বনমালা এলাকায় কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা নিহত হন। নিহতরা রেললাইন দিয়ে হাঁটছিলেন বলে স্থানীয়রা দেখেছেন। তাদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ও আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী নিহত দুজন বাবা–ছেলে।
সান নিউজ/এএন