জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক ও শিবগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনায় ঘটে।
আরও পড়ুন: উত্তরাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা
নিহতরা হলো- শিবগঞ্জ উপজেলার কালিনগর লক্ষ্মীপুর এলাকার মিজানুর রহমান (৪৭) ও তার ছেলে সাগর হোসেন (১৮)
জানা যায়, সোমবার দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর বহালাবাড়ি এলাকায় ট্রাক-মোটরসাইকেলের সংষর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়।
এদিকে, প্রায় একই সময়েই গোমস্তাপুর উপজেলার রহনপুর আড্ডা সড়কের তেঁতুলতলা এলাকায় ট্রাকের ধাক্কায় বাবর আলী (২৯) নামে ১ ভ্যানচালকের মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ট্রাক-মোটরসাইকেলের সংষর্ষে ২ জন নিহত হয়েছে।
আরও পড়ুন: অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাসার, সড়ক দুর্ঘটনায় ১ ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
সান নিউজ/এমএইচ