জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলা আদালত প্রাঙ্গণে এনামুল হক নামে ১ ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে এ মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: বাড়ছে শীতের তীব্রতা
এদিকে, আদালত এই মামলাটি আমলে নিলেও তাৎক্ষণিক ভাবে কোনো আদেশ দেননি। এই মামলায় অজ্ঞাত আরও ৪৫০-৫০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার (২৬ নভেম্বর) চিন্ময় দাসকে কারাগারে পাঠনোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় দাড়ি-টুপি দেখে চিন্ময়ের অনুসারীরা এনামুল হকের ওপর হামলা করেন। এই হামলায় তার মাথায় ও হাতে গুরুতর জখম হয়।
অপরদিকে, এই মামলা দায়েরের পর চিন্ময়সহ বাকি আসামিদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন জেলা আইনজীবীরা।
সান নিউজ/এমএইচ