জেলা প্রতিবেদক: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রুদ্রগাও নাঈমা ফিলিং স্টেশনের সামনে বালুবোঝাই একটি চলন্ত ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার (৭ ডিসেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: বরিশালে ট্রাকের ধাক্কায় নিহত ২
স্থানীয়রা জানায়, সিলেট -ঢাকার উদ্দেশে যাত্রা করা লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুদ্রগাও নাঈমা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশটি দুমড়েমুচড়ে যায়। এ সময় বাসে থাকা ২ যাত্রী নিহত হন। এরপর খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। তার মধ্যে গুরুতর আহত ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের খন্দকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে রাত দেড়টায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ২ জনের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রেখেছে। তবে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
সান নিউজ/এমএইচ