জেলা প্রতিনিধি: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার পানি নিষ্কাশনের একটি ড্রেন থেকে অজ্ঞাত ১ নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ ডিসেম্বর) লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার কোনো এক সময় ঐ নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করে। এরপর তার লাশ একটি ড্রেন ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এর পরে সন্ধ্যায় স্থানীয়রা ড্রেনে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এই খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ঐ নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ সময় নিহতের মুখমণ্ডলে ও শরীরের আগুনে পোড়ার দাগ রয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখন অজ্ঞাত সেই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন: অস্ত্রসহ আটক ৩
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।
সান নিউজ/এমএইচ