জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার বীরগঞ্জ-ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় যাত্রীবাহী বাস ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ট্রলার ডুবে ২ জনের মৃত্যু
দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, শুক্রবার আনুমানিক সকালে সাড়ে ৮টায় বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক এবং ২ জন বাসযাত্রী নিহত হয়। এ সময় বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আমাদের তাদেরকে উদ্ধাদ করছি। তবে এখনও নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
সান নিউজ/এমএইচ