জেলা প্রতিনিধি: নোয়াখালী জেলার হাতিয়ায় মেঘনা নদীতে ডুবোচরের সাথে ধাক্কা লেগে ট্রলারডুবির ঘটনায় ২ জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ২ জন জেলে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে স্থানীয় বাসিন্দারা ২ জেলের লাশ উদ্ধার করেন। একই সাথে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ২০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
আরও পড়ুন: দুই বন্দর দিয়ে কয়লা আমদানি শুরু
তার আগে মধ্যরাতে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো, হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আব্দুল আলীর ছেলে আব্দুল হাসেম (৫০) ও একই এলাকার মো. মোস্তফার ছেলে মো. জুয়েল (২৭)। তারা ২ জন সম্পর্কে আপন মামা-ভাগিনা।
নিখোঁজরা হলো, বুড়িরচর ইউনিয়নের দেলোয়ার ও ইরান।
স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম জানান, বুধবার রাতে রবিউল মাঝির একটি ট্রলার ২৪ জন জেলে নিয়ে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে যায়। এরপর কুয়াশায় মধ্যরাতে ডুবোচরের সাথে ধাক্কা লেগে তাদের নৌকাটি উলটে যায়। এর পরে ২০ জন সাঁতরে কূলে উঠলেও ৪ জন উঠতে পারেনি। পরে স্থানীয় বাসিন্দারা গিয়ে নৌকার ভেতরে থাকা ২ জনের লাশ উদ্ধার করেন।
আরও পড়ুন: ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিখোঁজ ৪
হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, সম্ভবত ঘন কুয়াশার কারণে ট্রলারটি ডুবোচরে ধাক্কা লেগে উলটে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ২০ জন জেলেকে জীবিত ও ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ২ জনকে উদ্ধারে কোস্টগার্ড ও নৌপুলিশের সহযোগিতায় আমরা অভিযান অব্যাহত রেখেছি।
সান নিউজ/এমএইচ