জেলা প্রতিনিধি: সাভারে বলিয়ারপুর এলাকার এসএন সিএনজি অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের সামনে প্রাইভেটকার -যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের আরও ২ যাত্রী।
সোমবার (২ ডিসেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল ও ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: সীমান্তে ভুয়া পুলিশ আটক
নিহতরা হলো, সাভারের নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক মেম্বার নাজিমউদ্দীন ও একই এলাকার আব্দুল আলেকের ছেলে মজিবুর। মজিবুর রহমান নিজের গাড়ি নিজেই চালাচ্ছিলেন।
আহতরা হলো, শাহাবুদ্দিন ও আব্দুল জলিল। প্রাথমিকভাবে আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
নিহত মজিবুর রহমানের ভাগিনা হাকীম জানান, মামাসহ গাড়িতে ৫ জন ছিলো। তারা প্রাইভেটকারে করে সাভারের দিকে যাচ্ছিলেন। এরপর ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকা-সাভারমুখী লেনে ইউটার্ন নিচ্ছিলেন তারা। এ সময় আরিচামুখী সি-লাইন পরিবহনের একটি দ্রুতগতির বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে কারটিতে থাকা ৩ জন ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন আরও ২ জন। এর পরে আহতদের উদ্ধার করে ১ জনকে সাভারের এনাম মেডিকেলে ও অপরজনকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। নিহত ৩ জনের লাশ উদ্ধার করে বাড়িতে আনা হয়েছে।
আরও পড়ুন: দুই বাসের সংঘর্ষে নিহত ২
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়েছে। বর্তমানে আমরা চালক ও হেলপারকে আইনের আওতায় নেওয়ার জন্য কাজ করছি।
তিনি আরও জানান, ঘটনাস্থলে কোন লাশ পাইনি। তবে লাশ উদ্ধার করে যেখানে নেওয়া হয়েছে সেখানে আমরা যাচ্ছি। এখন ঘটনাস্থলে পৌঁছে নিহতের ব্যাপারে নিশ্চিত করা যাবে।
সান নিউজ/এমএইচ