জেলা প্রতিনিধি: আমাদের মুল লক্ষ্য পৌরবাসীদের সেবা করা। আমরা যারা পৌরসভার দায়িত্ব আছি তারা সবাই পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে সাদ পন্থিদের স্মারকলিপি প্রদান
সোমবার (২ ডিসেম্বর) সকালে মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত ও কর্মী সমন্বয় সভায় মাদারীপুর পৌরসভার নব নিযুক্ত পৌর প্রশসক ও স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মুহাম্মদ হাবিবুল আলম এসব কথা বলেন।
মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস এর সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের দায়িত্বপাপ্ত কর্মকর্তা ও জেলা শিক্ষা অফিসার হাবিব উল্লাহ খান, ২ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ঔ মহিলা বিষয়ক অধিদপ্তরের নাজনিন আফরোজ, ৪ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত সদস্য ও গণপূর্ত অধিদফতর নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার হোসেন, ৭ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত সদস্য ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কির্তীনীয়া, ৮ ও ৯ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত সদস্য ও ডেপুটি সিভিল সার্জন মো: খালিলুজ্জামান, মাদারীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ আবুল কালাম,মাদারীপুর পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ হরষিত বিম্বাস প্রমুখ।
বক্তারা মাদারীপুর পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা,পয়:নিস্কাশন,মশক নিধন, পরিস্কার পরিচ্ছন্নতার উপর অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় মাদারীপুর পৌরসভার কর্মকতা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
সান নিউজ/এএন