সংগৃহীত ছবি
সারাদেশ

তরুণীকে হত্যায় প্রেমিক গ্রেফতার 

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে গুলি করে নারী সাহিদা আক্তার রাফাকে (২৪) হত্যার ঘটনায় ভোলা থেকে প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এই হত্যায় ব্যবহৃত পিস্তলটি কেরাণীগঞ্জের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: আলু রপ্তানি বন্ধ করল ভারত

নিহত নারী, ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের মৃত মো. মোতালেবের মেয়ে। তারা ২ ভাই ও ৩ বোন। বর্তমানে তিনি রাজধানী ঢাকার ওয়ারিতে পরিবারের সঙ্গে থাকতেন ও নারিন্দা এলাকার বলধা গার্ডেন সংলগ্ন জনৈক কামাল মিয়ার বাড়িতে বাচ্চাদের দেখাশোনার কাজ করতেন। তাছাড়া ৭-৮ বছর আগে তার একটি বিয়েও হয়েছিল।

নিহত সাহিদার মা জরিনা খাতুন বলেন, অভিযুক্ত তৌহিদ নামের ১ যুবকের সাথে প্রেমের সম্পর্কের সূত্রে আমার মেয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করত। এ সময় তাদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই মারামারি হতো। এমনকি আমি নিজেও ঐ যুবকের কাছে বেশ কয়েকবার মারধরের শিকার হয়েছি। এর একপর্যায়ে আমি তাদের এই প্রেমের বিষয়টি মেনেও নেই। তবে ছেলের পরিবার মানতে চাইতো না। ছেলের মা আমার কাছে এই বিয়ে বাবদ ১০ লাখ টাকাও চায়। আমি মানুষের বাসা-বাড়ি কাজ করে খাই। ১০ লাখ টাকা কোথা থেকে দেব? কয়েক মাস আগে চাঁদপুরে গিয়ে আপত্তিকর অবস্থায় তারা পুলিশের হাতে ধরা পড়ে। এরপর থানা থেকে আমাকে খবর দেয়া হলে আমি রাগে যাইনি। এর পরে ছেলের পরিবারের সদস্যরা গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসে। তবে আমার কাছে ছেলেটাকে সুবিধার মনে হতো না। আমি শুনেছি সে গাঁজার ব্যবসা করে। আমি প্রায়ই আমার মেয়েকে বলতাম এই ছেলের সাথে এভাবে ঘোরাঘুরি না করতে। কিন্তু আমার মেয়ে আমার কথা শুনতো না।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে বসে মানুষ কেনাবেচার হাট

তিনি আরও বলেন, গত শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১১টায় সাহিদা আমাদের সাথে বাসায় ছিলো। পরে সাহিদাকে ফোনে ডেকে নেওয়া হয়। তারপর শনিবার (৩০ নভেম্বর) দুপুরে পুলিশের কাছ থেকে খবর পাই আমার মেয়েকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি শুনেছিলাম ছেলের বাড়ি বিক্রমপুর। মনে হয় ঐ ছেলেই আমার মেয়েকে এখানে নিয়ে এসে হত্যা করেছে।

মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর আজাদ জানান, অভিযুক্ত তন্ময়কে ভোলা থেকে গ্রেফতার করা হয়ছে। আমাদের এই অভিযান এখনো চলছে। তার আগে এই ঘটনায় রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টায় নিহতের মা জরিনা খাতুন‌ বাদী হয়ে শ্রীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, প্রেমের সম্পর্কের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করে ওই মামলা দায়ের করা হয়। এ সময় নিহত তরুণী সাহিদা আক্তারের প্রেমিক তৌহিদকে আসামি করে এই মামলাটি দায়ের করেন‌ তিনি। এদিকে নিহতের লাশ মায়নাতদন্ত শেষে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে নিহত নারীকে মুন্সীগঞ্জের মহাসড়কে ৫ রাউন্ড গুলি করে হত্যা করা হয়।

আরও পড়ুন: অস্ত্র ও বোমাসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ আসামিকে গ্রেফতার করেছে শুনেছি। তবে এখন বিস্তারিত কিছু আমি বলতে পারব না।

প্রসঙ্গত, শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দোগাছি ফুটওভার ব্রিজের অদূরে ঢাকামুখী সার্ভিস লেন থেকে গুলিবিদ্ধ নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এরপর সকাল ৮টায় স্থানীয়রা প্রথমে লাশ দেখতে পান। এর পরে পদ্মা সেতু উত্তর থানা ও সেতুর নিরাপত্তা দায়িত্বে থাকা পেট্রোল টিমের কাছে খবর পৌঁছায়। পরে তারা জানান শ্রীনগর থানা পুলিশকে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় ক্যান্সার নিয়ে সেমিনার অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে মাদ্রাসা শিক্ষার্থীদে...

মুন্সীগঞ্জে বসে মানুষ কেনাবেচার হাট

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে দেশের বিভিন্ন জেলা...

আমাদের মুল লক্ষ্য পৌরবাসীদের সেবা করা

জেলা প্রতিনিধি: আমাদের মুল লক্ষ্য পৌরবাসীদের সেবা করা। আমরা...

এনআইডি সংশোধন নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য যে...

স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই

স্পোর্টস ডেস্ক: এসএ গেমস এয়ার রাই...

দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন জারি

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন...

বিসিএস মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ...

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হ...

জাতীয় ঐক্যের ডাক দেবেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক : দেশের চলমান নানা ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক...

অস্থিরতা করলে ভারত ভালো থাকবে না

নিজস্ব প্রতিবেদক : ভারত গায়ে পড়ে এসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা