সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে বসে মানুষ কেনাবেচার হাট

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শ্রমজীবী মানুষেরা সূর্য ওঠার আগেই ছুটে যান হাটে। যাদের শ্রম বিক্রি করে চলে সংসার। এই হাট গুলোতে কেউ আসেন বিক্রি হতে, আবার কেউ আসেন মানুষ কিনতে। যেখানে পণ্যের মতোই দর কষা-কষি চলে মানুষের। শ্রমজীবী মানুষ বেচাকেনা হয় এমন অনেক হাট আছে জেলা জুড়ে।

আরও পড়ুন : পার্বত্যাঞ্চলকে পাশ কাটিয়ে উন্নয়ন সম্ভব নয়

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বৃহত্তম জনবহুল বালিগাঁও ইউনিয়ন পরিষদের সামনে প্রতিদিন ভোরে সূর্য উঠার আগেই শ্রমজীবী মানুষেরা জমায়েত হন বিক্রি হতে, আর কেউ বা আসেন শ্রমজীবী মানুষ কিনতে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মতই দরকষাকষি'র মাধ্যমেই এ হাটে মানুষ কেনাবেচা হয়।

এছাড়াও জেলা সদরের মুক্তারপুর পেট্রোল পাম্প এলাকা, মুন্সীরহাট, কাটাখালী বাজার, বাগেশ্বর বাজার, আলদী বাজার, পুরা বাজার, চিতলীয়া বাজার, চরডুমুরিয়া বাজার। জেলার গজারিয়া উপজেলার গজারিয়া বাজার, সোনালি মার্কেট, রসুলপুর বাজার, ভবেরচর বাজার মানুষ বেচাকেনার হাট বসে।

আরও পড়ুন : ১৫ আগস্টকে ছুটি ঘোষণার রায় স্থগিত

জানা যায়, প্রতিদিন ফজরের নামাজের পর বসে এ শ্রম বিক্রির হাটগুলো চলে সকাল ৭:৩০ মিনিট পর্যন্ত। টঙ্গীবাড়ি উপজেলাসহ জেলা সদরের পাশাপাশি অন্যান্য উপজেলা থেকেও এসে শ্রমিকদের দরদাম করে নিয়ে যাওয়া হয় কাজের জন্য। এখানে এমন হাট বসে বছরের প্রায় ১২ মাস। প্রতিনিয়ত মেলে বিভিন্ন পেশার শ্রমিক। গৃহস্থালি কাজ করার চুক্তিতে নেয়া হয় তাদের। অনেককে আবার দিন বা কর্ম ঘণ্টা হিসেবে কাজে নেয়া হয়। স্থানীয় ভাষায় এ হাটকে কামলার হাট বলা হয়। জীবন ও জীবিকার তাগিদে নিজেদের যেন এভাবেই বিক্রি করছেন তারা।

প্রতিদিন এ হাটগুলোতে অন্তত এক হাজার থেকে ১৫শ’ শ্রমজীবী মানুষ কাজে যান বিভিন্ন জায়গায় কাজের ধরন হিসেবে ৬৫০ টাকা থেকে শুরু করে শ্রমিকের দাম উঠছে ৭০০ টাকা পর্যন্ত।‌ তবে আলু লাগানো বা জমি পরিস্কারের জন্য মহিলারা বিক্রি হচ্ছেন ৪০০ থেকে ৫০০ টাকায়, অন্যদিকে পুরুষ বদলির দাম মোটামোটি চওড়া। দেশের উত্তরা-দক্ষিন অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, রাজশাহী, নরসিংদী, সাতক্ষীরা, গাইবান্ধা, রংপুর, বরিশাল,ভোলা, জামালপুর ও গোপালগঞ্জ, পটুয়াখালী, ময়মনসিংহ সহ অন্তত প্রায় ২৫টি জেলার শ্রমিকরা এভাবেই কাজ করছেন মুন্সীগঞ্জে।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ে নিহত

সোমবার ভোরে একাধিক হাটে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে হাটে এসেও সকাল ৮ টার মধ্যে যারা শ্রম বিক্রি করতে পারেন না, তাদেরই ফিরতে হয় শূন্য হাতে। শ্রমিকদের কেউ কেউ আসেন দুই-এক মাসের জন্য। থাকার সুবিধা কিংবা ভালো কোনো কাজ পেলে থেকে যান বছরের পর বছর। আবার টানা কয়েকদিন কাজ না পেলে অনেকে ফিরে যান নিজ জন্ম-ভিটায়, কেউবা অপেক্ষায় থাকেন।

শ্রমিকরা হাটে আসার জন্য দলে দলে ছোটেন ছেঁড়া লুঙ্গি, শার্ট, টি-শার্ট ও পুরোনো প্যান্ট পরে, গলা ও কোমরে গামছা বাঁধা থাকে। পোশাক যেমনই হোক তাতে কারও ভ্রুক্ষেপ নেই। সন্তান ও পরিবারের লোকজন নিয়ে বেঁচে থাকতে চাই কাজ। আর এ কাজ পেতেই ঘুম চোখ নিয়ে চলে তাদের লড়াই।

ময়মনসিংহ থেকে আসা শ্রমিক আব্দুল মালেক জানান, আমি ১৫ দিন আগে এসেছি মুক্তারপুর এলাকায়। একটু খুপড়ি ঘরে থাকি। ১১ দিনের মতো কাজ করছি। দেশে কাজ এখন কম, তাই এখানে এসেছি। পরিবারে তিনজন ছেলে মেয়ে আছে, ওগো খেয়ে বাঁচাইতে হইবো।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে আগুন

গাইবান্ধা জেলার সোনাকুর গ্রামের নিজাম জানান, সংসারের চাকা ঘুরে মানুষের কাজ করে। মাসে সব মিলিয়ে ১০ থেকে ১২ হাজার টাকা রোজগার করেন বলে জানান এ শ্রমিক।

বেশির ভাগ শ্রমিকেরা জানান, যারা কাজের জন্য নিয়ে যান, তারা লোক ভালো হলে থাকা-খাওয়ার অসুবিধা হয় না। আবার অনেকে আছে, যারা আমাদের মানুষই মনে করেন না।

আলু রোপণ কাজের জন্য শ্রমিকের খোঁজে বালিগাঁও বাজারে এসেছেন লৌহজংয়ের মৃর্ধাবাড়ি এলাকার রুপাই কর্মকার। তিনি বলেন, শ্রমিক দরকার তাই ভোরেই চলে এসেছি। স্থানীয় শ্রমিকদের থেকে অপেক্ষাকৃত কম মজুরিতে এখানে শ্রমিক পাওয়া যায়। তারা কাজেও বেশ আন্তরিক। তাই বেশিরভাগ মানুষই এখানে শ্রমিক নিতে আসেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমাদের মুল লক্ষ্য পৌরবাসীদের সেবা করা

জেলা প্রতিনিধি: আমাদের মুল লক্ষ্য পৌরবাসীদের সেবা করা। আমরা...

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার উ...

এনআইডি সংশোধন নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য যে...

মুন্সীগঞ্জে বসে মানুষ কেনাবেচার হাট

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে দেশের বিভিন্ন জেলা...

২১ আগস্ট গ্রেনেড হামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্...

স্বচ্ছতার সাথে গঠিত হয়েছে ইসি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নির্...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতি...

সিইসি-জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান নি...

আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ স...

বাংলাদেশের কাছে বকেয়া বিল চাইল ত্রিপুরা

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ পাওনা ১৩...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা